কখনো ক্ষমতার অপব্যবহার করিনি: রাসেল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, আমি কখনো কুপথে পা বাড়াইনি। অল্প বয়সে এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি। আমার হাতে ক্ষমতা ছিল, টাকা ছিল। অল্প বয়সে মানুষ ক্ষমতা এবং টাকা পেলে তার ভার সহ্য করতে পারে না, মানুষ খারাপ হয়ে যায়। আমি কখনো আমার ক্ষমতা ও টাকার অপব্যবহার করিনি। মানুষের আমানত খেয়ানত করিনি। কোনো প্রকার খারাপ কাজের সঙ্গে আমার সংশ্লিষ্টতা কেউ প্রমাণ করতে পারবে না।
বৃহস্পতিবার টঙ্গী সরকারি কলেজ মাঠে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সমালোচনা করে জাহিদ আহসান রাসেল বলেন, জাহাঙ্গীর আলম তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। গত সিটি নির্বাচনে তার মায়ের জন্য ভোট চাইতে এসে তিনি বিভিন্ন জায়গায় বলেছিলেন যে, তার মা জায়েদা খাতুন যদি মেয়র হতে পারেন তা হলে বাড়ির হোল্ডিং ট্যাক্স পাঁচ বছরের জন্য মওকুফ করে দেবেন। কিন্তু এখন খবর পাচ্ছি, তিনি প্রতিটি বাড়িতে ট্যাক্সের পরিমাণ দুই-তিনগুণ বৃদ্ধি করে বাড়ির মালিকদের নোটিশ পাঠাচ্ছেন। ট্যাক্স মাফ তো করেনই নাই, বরং দ্বিগুণ, তিনগুণ বাড়িয়ে নোটিশ দিচ্ছেন। যার মুখে এক, অন্তরে আরেক তাকে আমরা কী বলতে পারি, এমন প্রশ্ন রাখেন তিনি।
প্রতিমন্ত্রী রাসেল আরও বলেন, আপনারা সবাই সজাগ থাকবেন। মিথ্যা প্রতিশ্রুতিতে প্রলুব্ধ না হয়ে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে সহযোগিতা করুন।
পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশাল গণসংযোগ করেন।
এ সময় আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ প্রমুখ।(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ইএইচ)

মন্তব্য করুন