মগবাজারে ছাত্রদলের মশাল মিছিলে হামলা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৫৬
অ- অ+

দ্বাদশ সংসদ নির্বাচন প্রতিহতে বিএনপি ঘোষিত ৬ ও ৭ জানুয়ারি টানা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ছাত্রদলের মশাল মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। এসময় ছাত্রদলের তিন নেতাকে আটক করে পুলিশ। হামলায় ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হোন।

শুক্রবার রাতে মগবাজার মোড় থেকে পুরাতন রমনা থানা পর্যন্ত মশাল মিছিল বের করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এসময় পেছন থেকে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের ওপর হামলা চালায়।

মিছিল থেকে ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরীন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের মো. পারভেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল নেতা তানভীর অপূর্বকে আটক করে পুলিশ।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, নাছিরউদ্দিন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মূসা, রিয়াদ রহমান, জাকির উদ্দিন আবির, হাসিবুল ইসলাম সজিব, সহ সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, হায়াত মাহমুদ জুয়েল, সহ ছাত্রী বিষয়ক জান্নাতুল ফেরদাউস, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, মোবারক হোসেন, কেন্দ্রীয় ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নুরুজ্জামান রাসেল, ঢাকা কলেজের সাবেক সহ সভাপতি জাফর উল্লাহ জাফর, সাইদুল হোসেন সাঈদ, আজম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রুবেল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, মো. মোরসালিন, আজিজুল হাকিম আকাশ, সদস্য তারিক, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিল্লাদ হোসেন, মানবাধিকার সম্পাদক মো. সুমন ইসলাম, নর্থ হলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন হাসান, নাবিল মাহবুব শান্ত, বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. মোকলেছুর রহমান, সহ সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সহ পাঠাগার সম্পাদক রেজাউল করিম বাদল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল আওয়াল জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আল আমিন হোসেন, মো. মিরাজ, সহ সাধারণ সম্পাদক আরিফ রায়হান হৃদয়,সহ সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রদল নেতা শামীম আহমেদ, ইডেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস জান্নাত, তেঁজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সানি, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক বায়েজিদ হোসাইন, ছাত্রনেতা নবাব রাব্বি, আবদুল্লাহ আল মামুন, ফারুক হোসেন, আকাশ, জায়েদ হাসান, মো. মাহাবুব, ইমরান, নাইম, অপুর্ব, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ, ৩২ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আবদুর রহমান জিয়া, ছাত্রনেতা ইরফান আহমেদ, মো. রাজু, মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো. শিহাব খাঁন, মেহেদী হাসান মিঠু, রবিউল ইসলাম ফারাবী, হাতিরঝিল থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক আজিজুল হাকিম শুভ প্রমুখ।

ঢাকাটাইমস/০৬জানুয়ারি/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা