গোপীবাগে ট্রেনে অগ্নিকাণ্ড: বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের উদ্বেগ

বেরোবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৮| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩:৩১
অ- অ+

বেনাপোল সীমান্ত থেকে ঢাকাগামী ট্রেনে ঢাকার গোপীবাগ এলাকায় শুক্রবার রাতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা, অগ্নিদগ্ধদের সুচিকিৎসা ও নিরবচ্ছিন্ন তদারকির দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

শনিবার সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরীর পাঠোনো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষক নেতারা ট্রেনে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

বিজ্ঞপ্তিতে শিক্ষক নেতারা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মাত্র দুদিন আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কনামী সংগঠনের নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খোলা চিঠির সংবাদ নির্বাচন প্রতিরোধ কেন্দ্রিক চলমান সহিংসতাকে উসকে দিচ্ছে। জাতি যে কোনো ক্রান্তিকালে শিক্ষক সমাজের কাছে সর্বাপেক্ষা সংযত ও সংবেদনশীল আচরণ প্রত্যাশা করে। গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ গঠনে সরকারিদলসহ প্রতিনিধিত্বশীল সকল রাজনৈতিক দলের ইতিবাচক ভূমিকা পালনের বিকল্প নেই।

পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক সমিতির কার্যকরী কমিটিগুলোর সমন্বয়ে গঠিত সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ভোটারদের সক্রিয় অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্যদিয়ে দ্বাদশ জাতীয় সংসদ সদস্যরা নির্বাচিত হবেন বলে শিক্ষক নেতারা গভীর আশাবাদ ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা