১৬ ঘণ্টায় ১৪ অগ্নিকাণ্ডে পুড়ল বৌদ্ধ মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও যানবাহন: ফায়ার সার্ভিস

শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ১৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়েছে ছয়টি যানবাহনসহ নয়টি স্থাপনা। এসব স্থাপনার মধ্যে একটি বৌদ্ধ মন্দিরসহ রয়েছে আটটি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া ট্রেনের আগুনে দগ্ধ হয়ে নিহত হয়েছেন চারজন।
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি মোড়ে একটি পিকআপে আগুন দেওয়া হয়। রাত ৯টার দিকে সায়েদাবাদের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়।
রাত সাড়ে ৯টার দিকে খুলনার ডুমুরিয়ায় ভোটকেন্দ্র ভেবে একটি স্কুলে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়াও শুক্রবার মধ্যরাতে দেশের আরও কয়েকটি জেলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাত ১২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাটে একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এটি একটি ভোটকেন্দ্র। রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকার টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের ৭টি শ্রেণিকক্ষ, একটি অফিসকক্ষ ও শিক্ষাউপকরণসহ আসবাবপত্র পুড়ে যায়।
অন্যদিকে জেলার বাসন থানা এলাকার পূর্ব চন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত দেড়টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বেশ কিছু বই পুড়ে গেছে।
একই সময়ে সিলেটে একটি ট্রাকে এবং ফেনী সদর উপজেলার লাতুমিয়া ব্রিজ এলাকায় দুটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই কক্সবাজারের রামুর বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এছাড়াও ময়মনসিংহের গফরগাঁও, নান্দাইল, চট্টগ্রামের নিশ্চিন্তপাড়া, গাজীপুরের মৌচাক, শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ে এবং সীতাকুণ্ডে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এসএস/এসআইএস)

মন্তব্য করুন