ঢাকা টাইমস একান্ত

‘সিট ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ নিজেরাই হযবরল’

জাহিদ বিপ্লব, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০৮| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:১২
অ- অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, অনেকেই প্রশ্ন করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির এই সুদীর্ঘ সময়ের আন্দোলনে সত্যিকার অর্জন কী? উত্তরটি উপলব্ধি করতে হলে সবাইকে দেশের বিরোধী দলের ওপর বর্তমান সরকারের চরম অত্যাচার-নির্যাতন তথা মিথ্যা, বানোয়াট মামলা-হামলার বিষয়গুলো বিবেচনায় এনে বিশ্লেষণ করলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে

শনিবার নির্বাচন প্রসঙ্গে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা টাইমসকে তিনি এসব কথা বলেন

মঈন খান বলেন, প্রথমত সরকার বলেছিলনির্বাচনি লোভ দেখিয়ে বিএনপিকে ভেঙে-চূড়ে তছনছ করে দেবেবাস্তবতা হচ্ছে উল্টোএকদিকে তারা বিএনপির জাতীয়তাবাদী আদর্শে দীক্ষিত নেতাদের পথভ্রষ্ট করতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে বাস্তবে এই নির্বাচন নির্বাচন খেলায় আওয়ামী লীগের জোটের দল ও বিপরীতে তাদের গৃহপালিত বিরোধী দলের মধ্যে সিট ভাগাভাগি নিয়ে নিজেরাই হযবরল হয়ে গিয়েছেএটি যে সম্পূর্ণ প্রহসনের একটি নির্বাচন সেটা এত স্পষ্ট হয়ে গেছে যে, এটা আর কাউকে ব্যাখ্যা করে বলে দিতে হচ্ছে না

দ্বিতীয়ত, বিএনপির সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলনকে সন্ত্রাসী হিসেবে মিথ্যা আখ্যা দেওয়ার অপপ্রয়াসও সম্পূর্ণ ব্যর্থ হয়েছেবরঞ্চ আওয়ামী লীগের এহেন হীন চক্রান্ত দেশে-বিদেশে বিরোধী দলের ওপর সহিংস ক্র্যাকডাউন হিসেবে চিহ্নিত হয়েছে

তৃতীয়ত, সংক্ষেপে বলতে গেলে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন; আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের এই অব্যাহত প্রচেষ্টা সরকারি দলের লগি-বৈঠার আন্দোলনের বিপরীতে দেশ-বিদেশে গুরুত্ব পাওয়ার পাশাপাশি বর্তমানে দেশের বিরোধীদলীয় কোটি কোটি নেতাকর্মীর মধ্যে আস্থা ও নৈতিক বিজয়ের সাহস জুগিয়েছে

সরকার সমর্থকদের দাবি- বিএনপি বিদেশিদের মুখের দিকে তাকিয়ে আন্দোলন করেছে’, সেটাও সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত একটি প্রচারণা বলে মন্তব্য করেন মঈন খানতিনি বলেন, ‘কোথাও একবারের জন্যও বিএনপির কোনো নেতা এ রকম কোনো কথা বলেছেন, এটা কেউ দেখাতে পারবে নাবরঞ্চ এ প্রেক্ষিতে উল্টোটিই সত্যিকেননা, সরকার প্রকাশ্যে বিদেশিদের কাছে গিয়ে আগামীতে বহাল তবিয়তে ক্ষমতায় থাকার জন্য সহায়তা চেয়েছেএমনকি দুটি দেশের মধ্যে বিশেষ একটি সম্পর্কের কথাও প্রকাশ্যে উল্লেখ করেছে, যা নিয়ে জনসমক্ষে নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে

বাস্তবতা হচ্ছে এই, বিএনপি জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আছে এবং গণমানুষের এ অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে নিয়মতান্ত্রিক সংগ্রাম করে যাবে’- বলেন বিএনপির এই শীর্ষনেতা

তিনি আরও বলেন, ‘বলা বাহুল্য, আজকের নির্বাচন কোনো নির্বাচন নয়, এটা বাংলাদেশের ১৮ কোটি মানুষের কাছে ইতোমধ্যেই দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছেবিষয়টি হচ্ছে এই যে, বাংলাদেশে আজ নির্বাচন প্রক্রিয়ার ওপর কারও কোনো আস্থা নেইশুধু বিরোধী দলীয়রাই যে এই নির্বাচন বর্জন করছে তা নয়, সরকারি দলের ভোটারদেরও নির্বাচনে ভোট দেওয়ার কোনো আগ্রহ নেইকারণ তারাও ইতোমধ্যে জানেন কোন সিটে কে এমপি হবেনআজকের নির্বাচনি নাটকের শেষ অংক মঞ্চায়িত হওয়ার পর সেই পূর্বনির্ধারিত ফলাফলই শুধু ঘোষিত হবেবলছিলেন মঈন খান

বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, এই পরিস্থিতিতে সরকার হয়তো ভেবেছে আজকের নির্বাচনে তাদের বিজয় হবেঅথচ ভাগ্যের কি পরিহাস! এই প্রহসনের নির্বাচনে সরকারের চরম পরাজয় সংঘটিত হচ্ছেএ পরাজয়ের মাধ্যমে নৈতিকতা ও বিবেকের বিবেচনায় আওয়ামী লীগের অস্তিত্ব আজ দেশ-বিদেশের গণতন্ত্রকামী মানুষের সামনে মারাত্মক প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা