কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:০৩| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:০৭
অ- অ+

রাজধানীতে ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে ব্যালট পেপার।

রবিবার ভোর পাঁচটায় কাকরাইলের ইউলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে ১১০টি কেন্দ্রের ব্যলট পেপার প্রিজাইডিং অফিসারের নিকট বুঝিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম।

এছাড়াও টিচার্স ট্রেনিং কলেজ থেকে বাকি কেন্দ্রগুলোর ব্যালট পেপার বিতরণ করা হয়।

এ সময় রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম বলেন, ভোট শুরু হওয়ার আগেই সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, রাতে রাজধানীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সারাদিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাজধানীতে ভোট অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা