ঢাকা টাইমস একান্ত

নির্বাচনপরবর্তী অবস্থা নিয়ে আমি চিন্তিত: সুলতানা কামাল

তানিয়া আক্তার, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:১৩| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১৯
অ- অ+

নানা শঙ্কা আর উৎকন্ঠা ছাপিয়ে আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনের পক্ষে বিপক্ষে ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে নানা আলোচনা। বিএনপি সমমনা দলগুলোর অংশগ্রহণ ছাড়াই ভোটের আয়োজন নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের। সবমিলিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তৈরি হয়েছে একটি ভিন্ন পরিস্থিতি।

অবস্থায় নির্বাচন নিয়ে ঢাকা টাইমস কথা বলেছে বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামালের সঙ্গে। তিনি নির্বাচন ঘিরে নানা শঙ্কার কথা জানান।

সুলতানা কামাল ঢাকা টাইমসকে বলেন, ‘প্রত্যেক প্রতিদ্বন্দ্বী একে অপরের সঙ্গে যোগসাজশ করেই তারা এই নির্বাচনে মাঠে নেমেছেন। ফলে নির্বাচনের ফলাফল এতই অনুমানযোগ্য যে, এটা নিয়ে খুব চিন্তা করারই কিছু নেই। তবে নির্বাচন পরবর্তী অবস্থা নিয়ে আমি চিন্তিত। কারণ সেসময় যে সংসদ আমরা পাবো, তা কতখানি কার্যকর হবে তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে।

সুষ্ঠু ভোট হওয়া এবং এর মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক বিরাজমান অস্থিরতা কাটবে কী না সে প্রসঙ্গে সুলতানা কামাল বলেন, ‘আগামীকাল (রবিবার) ২০১৪ এবং ২০১৮ সালের মতো তুলনায় যদি বেশি জনগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই অর্থে সুষ্ঠু ভোট বলা হলে ব্যাপারটা একরকম। যদি জনগণকে বেছে নেয়ার অধিকারকে সম্মান করে নির্বাচন হতো, তাহলে সুষ্ঠু ভোট হওয়ার তো সুযোগই নাই। সেটা একেবারেই অসম্ভব ব্যাপার। এছাড়া এই ভোটের মাধ্যমে বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা দূর হওয়ার মতো কোনো কারণ ঘটেনি। কারণ, যে সন্ত্রাসী কর্মকান্ডগুলো হচ্ছে অর্থাৎ ট্রেনে আগুন দেওয়ার ঘটনা কারা ঘটাচ্ছে এগুলোর কোনো তদন্ত হচ্ছে না। যারা অপরাধ করছে তারাও সামনে আসছে না। ফলে আমরা বুঝতে পারছিনা কারা এগুলো করছেন। কারা সমস্ত ঘটনা ঘটাচ্ছেন তাদের ক্ষমতা এবং শক্তি কতখানি সেটার উপর নির্ভর করবে যে নির্বাচন পরবর্তী অবস্থা কী পরিস্থিতি হবে। তবে খুব একটা শান্তিপূর্ণ অবস্থা যে তাড়াতাড়ি ফেরত আসবে সেটা আশা করতে পারছি না।(ঢাকাটাইমস/০৭/জানুয়ারি/টিএ/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়: নাহিদ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা