তীব্র শৈত্যপ্রবাহ, ভারতের একাধিক রাজ্যে ৫ দিন বন্ধ থাকবে স্কুল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৮ | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫

তীব্র শৈত্যপ্রবাহ, সঙ্গে ঘন কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছে। এর জেরেই ভারতের রাজধানী দিল্লিসহ একাধিক রাজ্যের বিভিন্ন শহরের স্কুলে শীতকালীন ছুটি ৫ দিন পর্যন্ত বাড়ল।

রবিবার দিল্লি শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডার জেরে দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে ছুটি ১২ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। এই বিষয়ে দিল্লির সমস্ত স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সমস্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাকে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, উত্তরপ্রদেশে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতিতে, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুলের অষ্টম শ্রেণি পর্যন্ত ছুটি ঘোষণা করেছে লখনউ জেলা প্রশাসন। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া রাজস্থানে ১৩ জানুয়ারি পর্যন্ত অষ্টম শ্রেণি পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু, পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারের কিছু অংশে রবিবার সকালে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং ত্রিপুরাও ঘন কুয়াশায় ঢাকা ছিল।

জম্মু, পাঞ্জাবের অমৃতসর এবং পাতিয়ালা, হরিয়ানার আম্বালা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের বরেলি এবং বিহারের পূর্ণিয়ায় আজ সকালে দৃশ্যমানতা ছিল ২৫ মিটার।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উত্তর ভারত জুড়ে আগামী কয়েকদিন তীব্র শৈত্যপ্রবাহ চলবে। ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশেও।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :