কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের ভোট বর্জন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:৪৯| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:০২
অ- অ+

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্রপ্রার্থী মো. মিজানুর রহমান। তিনি এ আসনে ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রবিবার বেলা ২ টায় তিনি গণমাধ্যমকর্মীদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন।

মিজানুর রহমান অভিযোগ করে বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে ফুলকপি প্রতীকের এজেন্টদের কেন্দ্র করে থেকে বের করে দিয়েছে। এমনকি প্রকাশ্যে নৌকাতে সিল মারে। আমি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাইনি। প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। আমি এ নির্বাচন বর্জনের মাধ্যমে এ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিএসএলে আজ অভিষেক হচ্ছে নাহিদ রানার?
জাতিসংঘ মহাসচিবকে এনে রোহিঙ্গা ফেরত পাঠানোর মিথ্যা গল্প বলা হয়েছে: রাশেদ খাঁন
মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে রাত-দিন চলছে মাটি লুট
সবজি-মাছ-মুরগির দাম বাড়তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা