কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের ভোট বর্জন

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্রপ্রার্থী মো. মিজানুর রহমান। তিনি এ আসনে ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
রবিবার বেলা ২ টায় তিনি গণমাধ্যমকর্মীদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন।
মিজানুর রহমান অভিযোগ করে বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে ফুলকপি প্রতীকের এজেন্টদের কেন্দ্র করে থেকে বের করে দিয়েছে। এমনকি প্রকাশ্যে নৌকাতে সিল মারে। আমি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও এর কোনো প্রতিকার পাইনি। প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। আমি এ নির্বাচন বর্জনের মাধ্যমে এ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার প্রমুখ।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/এমআর)

মন্তব্য করুন