ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:৫৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রবিবার শান্তিপূর্ণ পরিবেশে বিকাল ৪টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেলা সাড়ে ৩টা পর্যন্ত প্রশাসনের তথ্য অনুযায়ী ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

কসবা-আখাউড়া উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসন গঠিত হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হকসহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপর প্রার্থীরা হলেন- এনপিপি’র প্রার্থী শাহীন খান (আম) ও তরিকত ফেডারেশনের প্রার্থী ছৈয়দ জাফরুল কুদ্দুছ (ফুলের মালা)।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৫৯০ জন। আখাউড়া উপজেলায় এক লাখ ২৬ হাজার ২০৪ জন। পুরুষ ভোটার ৬৪ হাজার ৮১৮ এবং নারী ভোটার ৬১ হাজার ৩৮৪ জন। হিজড়া দুজন। ভোট কেন্দ্র ৪৪টি, ভোট কক্ষের সংখ্যা ২৬৯টি।

এদিকে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সকালে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।

সরজমিনে, রেলওয়ে স্কুল, দেবগ্রাম স্কুল, শাহপীর কল্লা শহীদ স্কুল, আজমপুর নুরানী মাদরাসা, দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাহপুর স্কুলসহ বেশ কিছু কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

তবে এ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রতিটি কেন্দ্রে নৌকা প্রতীকের নেতাকর্মী ছিল বেশি। আম ও ফুলের মালা প্রতীকের কোন কর্মী সমর্থককে দেখা যায়নি। কেন্দ্রে নৌকা ও আম প্রতীকের এজেন্ট থাকলেও ফুলের মালার কোন এজেন্ট পাওয়া যায়নি।

বেলা ২টায় মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. তাইফুর রহমান বলেন, ২ হাজর ৭১৮ ভোটের মধ্যে ১ হাজার ১৩৮ ভোট কাস্ট হয়েছে।

বেলা ৩টায় তারাগণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৭৪ ভোটের মধ্যে ১ হাজার ১০০ ভোট কাস্ট হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রাবেয়া আক্তার বলেন, বেলা সাড়ে ৩টা পর্যন্ত ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :