বিদেশে কে কী বলল এ নিয়ে আগ্রহ নাই: পররাষ্ট্রমন্ত্রী 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৮:৪২
অ- অ+

পশ্চিমা বিশ্ব এই নির্বাচনকে কীভাবে নেবে এই প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘পশ্চিমা দেশ নিয়ে আপনাদের চিন্তা কেন? দেশের জনগণ সমর্থন দিয়েছে কি না এটাই গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য। জনগণ ভোট দিয়েছে এটাই বড় কথা।’

‘বিদেশে কে কী বললো এ নিয়ে আমার কোনো আগ্রহ নেই’ বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীতে একটি হোটেলে রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে তার আলোচনা সম্পর্কে বলেন, ‘আমাদের সঙ্গে বিরোধী দলের যে তিক্ততা তৈরি হয়েছে এটা কীভাবে কমানো যায়। নট টুডে, ইন ফিউচার। ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিক্ততা কীভাবে কমানো যায় এটা বলেছে। তারা কোনো মন্তব্য করেনি।’

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। শেখ হাসিনা নেতা থাকবেন এনিয়ে সন্দেহ নেই।

আরেক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘প্রতিকূল পরিবেশেও অনেক মানুষ ভোট দিয়েছে। তবে তিনদিনের ছুটি ঘোষণা করা আমাদের টেকনিক্যাল ভুল ছিলো।'

দেশের কোথাও কোনো ভোট কারচুপি হয়নি এবং কোনো ধরনের সংঘাত হয়নি বলেও দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকাটাইমস/৭জানুয়ারি/এসআরপি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা