চুয়াডাঙ্গার দুটি আসনেই নৌকা বিজয়ী

​​​​​​​চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:০০

চুয়াডাঙ্গার দুটি আসনেই নৌকা বিজয়ী হয়েছেন।

রবিবার রাতে বেসরকারিভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী চুয়াডাঙ্গা- আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগারওয়ালা। তিনি পেয়েছেন ৭২ হাজার ৭৬৮টি ভোট। এ আসনে ভোটার ছিল লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং নারী ভোটার লাখ ৪২ হাজার ৫৮৯ জন।

চুয়াডাঙ্গা- আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলী আজগার টগর লাখ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আবু হাসেম রেজা। তিনি পেয়েছেন ৫৮ হাজার ৮৯৫ ভোট। এ আসনে

ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং নারী ভোটার লাখ ৩১ হাজার ৬৯২ জন।

দুই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

(ঢাকা টাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :