নেত্রকোণায় ৫ আসনের ৪টিতে নৌকা ১টিতে স্বতন্ত্র জয়ী

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৩| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:৪৯
অ- অ+
(বামে উপরে) মোশতাক আহমেদ রুহী (বামে নীচে) আশরাফ আলী খান খসরু, (ডানে উপরে) ইফতিখার উদ্দিন তালুকদার (ডানে নীচে) সাজ্জাদুল হাসান, (মাঝে) আহম্মদ হোসেন।

নেত্রকোণার ৫টি সংসদীয় আসনের ৪টিতে নৌকা ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।

নেত্রকোণা জেলা প্রশাসক রিটার্নিং অফিসার শাহেদ পারভেজ রবিবার রাত সাড়ে ৯টায় বেসরকারিভাবে নির্বাচিত ও অন্য প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী নেত্রকোণা- আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। ট্রাক প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৫ হাজার ২শ ১৯ ভোট।

নেত্রকোণা- আসনে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নৌকা প্রতীক নিয়ে লাখ ৫ হাজার ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরিফ খান জয়। ঈগল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮৬ হাজার ২শ ৮৭ ভোট।

নেত্রকোণা- আসনে স্বতন্ত্র প্রার্থী ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীক নিয়ে ৭৬ হাজার ৬শ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৪ হাজার ৫শ ৫০ ভোট।

নেত্রকোণা- আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে লাখ ৮৮ হাজার ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী খান। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন হাজার ৭শ ৫৯ ভোট।

নেত্রকোণা- আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন নৌকা প্রতীক নিয়ে ৭৯ হাজার ৬শ ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকির। ট্রাক প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৭ হাজার ২শ ১৪ ভোট।

ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমিনেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশিক নূরসহ অন্যরা উপস্থিত

ছিলেন।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘ মহাসচিবকে এনে রোহিঙ্গা ফেরত পাঠানোর মিথ্যা গল্প বলা হয়েছে: রাশেদ খাঁন
মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে রাত-দিন চলছে মাটি লুট
সবজি-মাছ-মুরগির দাম বাড়তি
শ্রীপুরে ধানের আঁটি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা