অপেক্ষা নতুন সরকার গঠনের

জাফর আহমদে, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ১০:১৫| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:০৩
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়েছে আওয়ামী লীগ। এখন শুধু সরকার গঠন করার বাকি। আগামী ১০ থেকে ১৪ জানুয়ারির মধ্যে নির্বাচনে জয়ী হওয়া সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সূত্রে এমনটাই জানা গেছে।

গত রবিবার নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর শপথের জন্য প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপন হওয়ার তিনদিনের মধ্যে শপথ গ্রহণ হয়ে থাকে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের নিয়ে চলছে নানান আলোচনা। বিশেষ করে কবে হতে যাচ্ছে তাদের শপথগ্রহণ ও কারা পেতে যাচ্ছেন মন্ত্রীর দায়িত্ব।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামী শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১৪ জানুয়ারির মধ্যে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ কারণে ১০ জানুয়ারির আগে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ না হওয়ার সম্ভাবনাই বেশি। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ জনসভা করবে। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেছেন, কবে নাগাদ মন্ত্রিসভা গঠন করবে এটি বলতে পারবো না। তবে নতুন সরকারের মন্ত্রিসভা আগামী ১৫ জানুয়ারির মধ্যে হতে পারে।

গত রবিবার দেশের ২৯৯টি আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২২২টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয় পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীকে একটি করে এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে।

সংবিধানে ১৪৮ এর ২ (ক) ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিনদিনের মধ্যে এই সংবিধানের অধীন এ উদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিনদিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি

দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিরাট ব্যবধানে জয় পায়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জোটসঙ্গীরা ২৮৮টি আসন পায়। বিপরীতে বিএনপি এবং ঐক্যফ্রন্ট পায় মাত্র সাতটি। বাকি তিনটি আসন পায় অন্যরা। এ নির্বাচনে জয় পাওয়া সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩ জানুয়ারি।

(ঢাকাটাইমস/০৯ জানুয়ারি/জেএ/বিবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা