নির্বাচনি অনিয়মের তদন্ত চায় ইইউ, সব বড় দল অংশ না নেয়ায় হতাশা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ০২:১৩
অ- অ+

বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় সব দল অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনি অনিয়মের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ।

ব্রাসেলস থেকে মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানায় ২৭টি দেশের এই জোট।

ইইউ নির্বাচনকালীন সময়ে সংঘটিত সহিংসতার নিন্দা জানায় এবং নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে সকলকে বিরত থাকার আহ্বান তাদের।

বিবৃতিতে আরও বলা হয়েছে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিরোধী রাজনীতিকদের কারাগারে থাকা অত্যন্ত উদ্বেগজনক বলেও জানিয়েছে ইইউ।

ভবিষ্যতে বাংলাদেশের ‘জিএসপি প্লাস’ সুবিধা অর্জনের লক্ষ্যে রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য এবং উন্নয়নকে ভিত্তি করে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চলমান রাখবে বলেও স্পষ্ট করেছে ইউরোপীয় ইউনিয়ন।

ঢাকাটাইমস/১০জানুয়ারি/এসআরপি/আরআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা