মন্ত্রিসভায় নতুন মুখ যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ২১:৪৫| আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২২:৫৩
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর এবার মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এরই মধ্যে ৩৬ জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার রাতে গণমাধ্যমে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, এবার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন, যাদের দুজন টেকনোক্র্যাট কোটায়। এছাড়া প্রতিমন্ত্রী হচ্ছেন ১১ জন।

এবারের মন্ত্রিসভায় আছেন কিছু নতুন মুখ। আবার অনেকে আছেন আগে মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন, মাঝে ছিলেন না। এবার নতুন করে জায়গা পেয়েছেন।

মন্ত্রিসভায় একেবারেই নতুন মুখ যারা

জাহাঙ্গীর কবির নানক (পূর্ণ মন্ত্রী), মো. আব্দুস শহীদ (পূর্ণ মন্ত্রী), মো. আব্দুর রহমান (পূর্ণ মন্ত্রী), র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (পূর্ণ মন্ত্রী), আব্দুস সালাম (পূর্ণ মন্ত্রী), মো. জিল্লুল হাকিম (পূর্ণ মন্ত্রী), নাজমুল হাসান পাপন (পূর্ণ মন্ত্রী), সামন্ত লাল সেন (পূর্ণ মন্ত্রী), বেগম সিমিন হোমেন রিমি (প্রতিমন্ত্রী), মোহাম্মদ আলী আরাফাত (প্রতিমন্ত্রী), মো. মুহিব্বুর রহমান (প্রতিমন্ত্রী), কুজেন্দ্র লাল ত্রিপুরা (প্রতিমন্ত্রী), বেগম রুমানা আলী (প্রতিমন্ত্রী), শফিকুর রহমান চৌধুরী (প্রতিমন্ত্রী), আহসানুল ইসলাম টিটু (প্রতিমন্ত্রী)।

এছাড়া আগে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ছিলেন কিন্তু মাঝে ছিলেন না, এদের মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান (নবম সংসদের বাণিজ্যমন্ত্রী), আবুল হাসান মাহমুদ আলী (দশম সংসদে মন্ত্রী ছিলেন), সাবের হোসেন চৌধুরী (সাবেক নৌ ও স্থানীয় সরকার উপমন্ত্রী) ও নারায়ণ চন্দ্র চন্দ (দশম সংসদের প্রতিমন্ত্রী)।

তবে এই মন্ত্রিসভার আকার আরও বড় হবে বলে জানা গেছে।

ঢাকাটাইমস/১০জানুয়ারি/জেএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা