প্রভাশালী ১৫ মন্ত্রী, ১৩ প্রতিমন্ত্রী ও দুই উপমন্ত্রী
মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন যেসব প্রভাবশালী মন্ত্রী-প্রতিমন্ত্রী

বড়সড় চমক নিয়েই গঠন হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা। একাদশ সংসদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপালনকারী এক ডজনের বেশি হেভিওয়েট মন্ত্রী বাদ পড়েছেন নতুন মন্ত্রিসভা থেকে।
তালিকায় রয়েছেন নির্বাচনের আগে বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে করা মন্তব্যে সমালোচিত হওয়া বর্ষিয়ান রাজনীতিবিদি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বাদ পড়েছেন বছরজুড়ে বিতর্কিত মন্তব্যে আলোচনা-সমালোচনায় থাকা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্বাস্থ্য ও বাণিজ্য খাতে সমালোচিত দুই মন্ত্রী জাহিদ মালেক ও টিপু মুনশিও বাদ পড়েছেন নতুন মন্ত্রিসভা থেকে।
প্রভাবশালী মন্ত্রীদের মধ্যে আরও বাদ পড়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চোধুরী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। এছাড়া টেকনোক্র্যাট কোটার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারও এবার ডাক পাননি।
নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন মোট ১৫ মন্ত্রী, ১৩ প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী।
প্রতিমন্ত্রী তালিকার বাদ পড়াদের মধ্যে রয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। মন্ত্রিসভায়ও ঠাঁই পাননি এই তিনজন। এছাড়া মনোনয়ন পেলেও তিনজন প্রতিমন্ত্রী এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। পরাজিত হওয়া বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমানও নেই এবারের মন্ত্রিসভায়। টেকনোক্র্যাট কোটার পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমও ডান পাননি নতুন মন্ত্রিসভায়।
বাদ পড়া দুজন উপমন্ত্রী হলেন, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ২৫ জন পূর্ণ মন্ত্রী (দুজন টেকনোক্র্যাট) ও ১১ জন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এসআইএস)

মন্তব্য করুন