বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্রের ইচ্ছার পরিবর্তন হয়নি: জন কিরবি

বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্রের চাওয়া বা আকাঙ্ক্ষার কিছুই পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কো-অর্ডিনেটর জন কিরবি। মার্কিন প্রশাসন বিশ্বজুড়ে কার্যকর এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ব্রিফিংয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের বিষয়টিও উঠে এসেছে।
ব্রিফিংয়ে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে মার্কিন মনোভাব সম্পর্কে প্রশ্ন করা হলে জন কিরবি বলেন, আমরা স্পষ্টতই এখনও বিশ্বব্যাপী কার্যকর এবং গতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি এবং বাংলাদেশি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের চাওয়া বা আকাঙ্ক্ষার কিছুই পরিবর্তন হয়নি।
সেই আকাঙ্ক্ষার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা রয়েছে বলেও জানান কিরবি।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এফএ)

মন্তব্য করুন