শিশু আয়ান হত্যার বিচারের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ১৩:১০| আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৩:২৫
অ- অ+

ইউনাইটেড মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনার বিচার দাবি করেছে তার পরিবার। ভুল চিকিৎসায় আয়ানকে হত্যা করা হয়েছে দাবি করে বৃহস্পতিবার বেলা ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করে ভুক্তভোগীর স্বজনরা।

মানববন্ধনে আয়ানের বাবা শামীম আহমেদ বলেছেন, আয়ানকে হারানোর পরও হাসপাতাল থেকে তারা ৬ লাখ টাকার বিল ধরিয়ে দিয়েছে আমাদের। আমাদের একটাই দাবি, ডা. মাহজাবিন ও ডা. সাঈদ সাব্বিরের ফাঁসি চাই। এই দুই ডাক্তারের ভুল চিকিৎসায় আজ আয়ান নেই আমাদের মাঝে। তিনি বলেন, এই হাসপাতাল বন্ধ করা হোক। আমরা জাতীয় মানবাধিকার কমিশনে লিখিত অভিযোগ দিব।

শামীম আহমেদ বলেন, আয়ানকে খতনা করানোর জন্য এনেস্থেসিয়া দেওয়ার কথা ডাক্তার আমাদের বলেনি। আর অপারেশন থিয়েটারে প্রায় ৪০ জন ইন্টার্ন চিকিৎসক ছিল। যারা আয়ানের উপরেই তাদের...। আয়ানের বাবা বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত হাসপাতাল আমাদেরকে সঠিক তথ্য জানায়নি। তারা তথ্য ধামাচাপা দিয়েছে। হাসপাতালের প্রশাসনের দায়িত্বে থাকা কর্নেল (অব.) বশির আহমেদ খুবই বাজে আচরণ করেছেন আমাদের সঙ্গে।

মানববন্ধনে আয়ানের বাবার বন্ধু মাহফুজা রহমান পিংকি বলেন, আয়ানের বিচার নিয়ে যদি লুকোচুরি করা হয়, তাহলে আমরা সারা দেশে আন্দোলন গড়ে তুলব। ইউনাইটেড হাসপাতাল নির্মম আচরণ করেছে। প্রধানমন্ত্রীর কাছে এর বিচারের দাবি করছেন তিনি।

মানববন্ধনে আয়ানের স্বজনরা বলেন, হাসপাতালের ডাক্তার সাঈদ সাব্বির ও ডা. তাসনুবা মাহজাবিনের ভুল চিকিৎসায় আয়ানের করুণ মৃত্যু হয়েছে। তাদের ফাঁসি চাই। আয়ানের মৃত্যুকে হত্যা বলে অভিযোগ করে তারা বলেন, এর আমরা সুষ্ঠু বিচার চাই। চিকিৎসা ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না।

ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল দাবি করে আয়ানের দাদা মো. জসিম উদ্দিন ঢাকা টাইমসকে বলেন, সুষ্ঠু বিচার চাই, দুই ডাক্তারের ফাঁসি চাই। যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/টিআই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা