যুব ও ক্রীড়ামন্ত্রী হলেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ২১:৩৪
অ- অ+

আওয়ামী লীগ সরকারের পঞ্চম মেয়াদে যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এরপর তাদের দায়িত্ব বণ্টন করে করে দেওয়া।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পাপন।

এদিকে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে সাংবাদিকরা পাপনের কাছে জানতে চান মন্ত্রী হওয়ায় বিসিবি সভাপতির পদ ছেড়ে দেবেন কিনা। জবাবে পাপন বলেন, ‘আইসিসির এখন কতগুলো নিয়ম আছে, ইচ্ছে করলেই ছেড়ে দেওয়া যায় না। কারণ আইসিসির যে কমিটিগুলোতে আমি আছি, আমি আবার চেয়ারম্যানও আছি। ওই দায়িত্বগুলো ওদের টার্ম শেষ হওয়ার আগে করা যায় না। আমার জানা মতে এ বছরের শেষে এসে একটি।’

‘আর আমাদের স্বাভাবিক নিয়ম হচ্ছে যে আমার এই মেয়াদ শেষ করতে হবে, তাহলে আমার সামনের বছরে যেতে হবে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব যদি পারি তাহলে ছেড়ে দেব।’

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা