প্রধানমন্ত্রীর উপদেষ্টা তালিকায় নতুন মুখ কামাল চৌধুরী

বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বাদশ সংসদের নতুন মন্ত্রিসভা শপথগ্রহণ করেছে। ইতোমধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টনও সম্পন্ন হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। পুরনো পাঁচজন উপদেষ্টার সঙ্গে এবার একজন নতুন মুখ এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তালিকায়।
সদ্য নিয়োগপ্রাপ্ত উপদেষ্টারা হলেন মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। এই পাঁচজন আগেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন উপদেষ্টাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ক্ষমতাবলে এসব উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। তবে এখনো তাদের দপ্তর বন্টন করা হয়নি।
এছাড়া অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে মন্ত্রীর পদমর্যাদায় ‘অ্যাম্বাসেডর-অ্যাট লার্জ’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগেও তিনি এই পদে ছিলেন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করল বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সঙ্গে টানা চতুর্থ মেয়াদে এবং দেশের ইতিহাসে সর্বোচ পঞ্চমবার প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দ্বাদশ সংসদে প্রধানমন্ত্রী ছাড়া নতুন মন্ত্রিসভার সদস্য ৩৬ জন। এর মধ্যে ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এসআইএস)

মন্তব্য করুন