প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন মমতার, নতুন সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫| আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮
অ- অ+

বাংলাদেশে টানা চার মেয়াদে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পারস্পরিক স্বার্থের জন্য নতুন সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানান মমতা।

টেলিফোনে আলাপকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে অভিনন্দন জানান। একই সঙ্গে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তিনি। এ জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদেরও অভিনন্দন জানিয়েছেন মমতা।

পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

ব্রিফিংয়ে তিনি জানান, দুই নেতা আলাপকালে পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

তারা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার উন্নয়নে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে এককভাবে ২২২ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তার দল। এরপর গত বুধবার শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা