খারকিভের হোটেলে রাশিয়ার মিসাইল হামলা, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ১৫:১৩

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহতের সংখ্যা এখনো জানা যায়নি, তবে বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন। পরপর দুইটি মিসাইল এসে লাগে হোটেলটিতে।

খারকিভের গভর্নর জানিয়েছেন, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। পরপর দুইটি মিসাইল এসে লাগে একটি হোটেলে। হোটেলে তখন অনেকেই ছিলেন। ঘটনাস্থল থেকে ১১ জন আহতকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

ইউক্রেনের সেনা বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩০ নাগাদ রাশিয়ার একটি এস-৩০০ মিসাইল এসে হোটেলটিতে লাগে বলে। এর কিছুক্ষণ পরই দ্বিতীয় মিসাইল হোটেলের ঠিক পিছনে ফেন্সে গিয়ে লাগে। সেটিও সরাসরি ভবনে গিয়ে লাগলে আরো বেশি মানুষ আহত হতেন বলে মনে করা হচ্ছে। হোটেলটিতে মূলত সাংবাদিকেরা ছিলেন। যারা আহত হয়েছেন, তারা সাংবাদিক কি না, তা এখনো স্পষ্ট নয়।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই খারকিভে লাগাতার যুদ্ধ চলছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এটি। রাশিয়া প্রথম দিনেই থেকেই এই শহরে অভিযান চালাচ্ছে এবং শহরটিকে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে।

এদিকে বাল্টিক অঞ্চলে সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাল্টিক অঞ্চলের বিভিন্ন দেশের কাছে সাহায্য চাইতে গেছেন। এস্টোনিয়া এবং লাটভিয়ায় যাওয়ার কথা তার। রাশিয়ার সঙ্গে মোকাবিলা করার জন্য ইউক্রেনের আরো অস্ত্র প্রয়োজন। পশ্চিমা দেশগুলি যথেষ্ট অস্ত্রের জোগান দিতে পারছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বাল্টিক দেশগুলির কাছ থেকে অতিরিক্ত সামরিক সাহায্য চাইছেন জেলেনস্কি।

হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর ওরবানের সঙ্গে বৈঠকে বসতে পারেন জেলেনস্কি। হাঙ্গেরি ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াকে সমর্থন করছে। পুটিনের সঙ্গে ওরবানের বৈঠকও হয়েছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ হাঙ্গেরি মেনে নিলেও ইইউ নিজস্ব বাজেট থেকে ইউক্রেনের জন্য যে বরাদ্দ ঘোষণা করেছিল, তাতে বাদ সেধেছে হাঙ্গেরি। আগামী চার বছরের জন্য ইইউ ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ইউরোর একটি ফান্ড ঘোষণা করেছিল। কিন্তু ওরবান তাতে ভেটো দিয়েছেন। গত ডিসেম্বরে এই ঘটনা ঘটেছে। এরপরেই ওরবানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার পরিকল্পনা করেন জেলেনস্কি। আগামী ২৯ জানুয়ারি এই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: ডয়েচে ভেলে

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ সব আরোহী নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনা: ধ্বংসাবশেষের স্থান শনাক্ত

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এই বিভাগের সব খবর

শিরোনাম :