প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি

মেডিকেল প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদীকে কুষ্টিয়া জেলায় বদলি করা হয়েছে বলে জানা গেছে। মেডিকেল প্রশ্নফাঁস চক্রের মামলায় চার্জশিটভুক্ত আসামি বরখাস্তের বদলে পদোন্নতি পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
সরকারি চাকরিবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা ফৌজদারি মামলায় গ্রেপ্তার, কারাবন্দি বা চার্জশিটভুক্ত হলে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত বরখাস্ত থাকবেন। তবে ডা. সোলায়মান হোসেন মেহেদী বহালতবিয়তে পাঁচবিবিতে চাকরি করছেন।
শুক্রবার জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন ডা. সোলায়মান হোসেন মেহেদীকে পাঁচবিবি থেকে কুষ্টিয়া জেলায় বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
বলেন, ডা. সোলায়মান হোসেন মেহেদীর মেডিকেলের প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়টি শুনেছি। এ বিষয়ে গেল (১০ জানুয়ারি) রাজশাহী বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে একটি তদন্ত হয়েছে। সেই প্রতিবেদন হাতে পাইনি যদিও তদন্তের প্রতিবেদনটি বিভাগীয় পরিচালকের কাছে জমা দেবে।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন