রাসেল হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক লীগ নেতা রাব্বি বহিষ্কার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৪, ২১:৩৫
অ- অ+

ঢাকার কেরানীগঞ্জে মোহাম্মদ রাসেল (৩২) হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন রাব্বিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, রাসেলকে অমানবিক ও পৈশাচিক নির্যাতনের ভিডিও গত বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগে মাধ্যমে ভাইরাল হলে কেরানীগঞ্জ উপজেলাসহ সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

নিহতের ছোট বোন নাজমা বলেন, হত্যাকারীরা ক্ষমতাসীন দলের লোক ও অঢেল অর্থের মালিক হওয়ায় সব ম্যানেজ করে নেয়ার চেষ্টা করছে। তাই মামলা করেও প্রতিনিয়তই ভয়ভীতির মধ্যে রয়েছেন তারা।

নিহতের স্ত্রী মৌসুমি আক্তার সুমি জানান, আমার পরিবার নিয়ে ভীতিকর অবস্থায় আছি। আসামির আত্মীয়স্বজনরা বিভিন্ন মোবাইলে হুমকি ধামকি দিচ্ছে। তিনি গণমাধ্যমে কথা বলতে ভয় পাচ্ছেন বলে জানান।

এ বিষয় কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, এ ঘটনা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন রাব্বিকে দল থেকে বহিষ্কার করেছি। এমন ঘটনার দায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেবে না।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, আসামিদের গ্রেপ্তারে আমি নিজেসহ আমাদের সকল টিম কাজ করছে। অপরাধীরা তাদের মোবাইল বন্ধ করে রাখায় গ্রেপ্তারে সময় লাগছে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা