তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ১০:৪২| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১১:১৯
অ- অ+

তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে দ্বীপটির প্রায় ২ কোটি ভোটার ভোটাধিকার প্রদান করছেন। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে তাইওয়ানের বড় দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) এবং কুওমিনটাংয়ের (কেএমটি) মধ্যে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা অবশ্য ক্ষমতাসীন ডিপিপির জয়ের সম্ভাবনা বেশি বলেই মত দিয়েছেন। আর ডিপিপি যদি এবারের নির্বাচনে জিতে, সেক্ষেত্রে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে দলটি।

ডিপিপি বরাবরই ব্যাপকভাবে বেইজিংবিরোধী এবং বেইজিংকে তাইওয়ানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি বলে প্রচার করে আসছে। অন্যদিকে তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনটাং তাইওয়ানের স্বাধীনতার পক্ষে থাকলেও চীনের সঙ্গে বন্ধুত্ব ও সদ্ভাব রাখার পক্ষে।

এদিকে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তাইপের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) লাই চিং তে, রক্ষণশীল কুওমিনটাং পার্টির (কেএমটি) হো ইয়ু হই এবং তাইপের সাবেক মেয়র ও তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) কো ওয়েন জে।

নির্বাচনে লাইয়ের সঙ্গে থাকা মূল প্রতিদ্বন্দ্বী অপর দুজন চীনপন্থি। জনমত জরিপে লাই কিছুটা এগিয়ে থাকলেও তিনি বিজয়ী হবেন, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মূলত আট বছর ধরে ক্ষমতায় থাকলেও দলটি নতুন কিছুই করতে পারেনি। সেখানে মূল্যস্ফীতি যেভাবে হয়েছে, মানুষের বেতন সেভাবে বাড়েনি। অথচ বাড়িভাড়া বেড়েছে ব্যাপক।

রয়টার্স জানিয়েছে, এই নির্বাচনে কোনো ভোটকেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রাখেনি তাইওয়ানের নির্বাচন কমিশন। ফলে দ্বীপ ভূখণ্ডটিতে মোট ১ কোটি ৯৫ লাখ ভোটারকে ব্যালট পেপারের মাধ্যমেই ভোট দিতে হচ্ছে।

ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যার পরই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে তাইওয়ানের নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, তাইওয়ানের সংবিধান অনুসারে, কোনো নাগরিক সেখানে টানা দুই বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। তাই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ভূখণ্ডটির বর্তমান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। ১৯৯৬ সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের পর থেকে মূলত দুটি রাজনৈতিক দল ডিপিপি ও কেএমটি প্রতি চার বছর পর জয়ী হয়ে আসছে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা