কুড়িগ্রামে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন ‘আমরাই কিংবদন্তি’ এ উদ্যোগ নিয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর গ্রামে কম্বল বিতরণ করা হয়।
এ সময় অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, নাজমুল হোসাইন ভূইঁয়া, ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, স্থানীয় সমাজ সেবক আব্দুল মতিন ও মাহমুদুল হাসানসহ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত ছিলেন হতদরিদ্র মানুষগুলো। আছিয়া বেগম নামের এক বৃদ্ধ বলেন, ‘কয়দিন থাকি খুব ঠান্ডা। হামার কাপড়ও নাই। আজ কম্বল পেয়ে খুব উপকার হইল হামার। দোয়া করমো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে।’
শীতার্তদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অধ্যাপক মো. হাসিবুর রহমান হাসিব।
আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাজমুল হোসাইন ভুঁইয়া বলেন, বৈরী আবহাওয়া থেকে মানুষের কষ্ট নিবারণে এটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা সবসময় মানুষের পাশে থেকে উপকার করতে চাই।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

মন্তব্য করুন