রংপুর মহিলা লীগের চার নেত্রীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ২২:৩৪
অ- অ+

নির্বাচনের টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে রংপুরে মহানগর মহিলা আওয়ামী লীগের কোন্দল প্রকাশ্যে এসেছে। সংগঠনটির দুটি গ্রুপ পৃথক পৃথক কর্মসূচি পালন করে একে অপরকে দুষছেন। এ নিয়ে মহিলা আওয়ামী লীগের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার বিকালে নগরীর বেতপট্টিস্থ রংপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর মহিলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে। এ সময় মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা, সংগঠক মাজেদা বেগম পিংকি, সাদিয়া হাসান ও মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা পরিষদ সদস্য পারভীন আক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মমতাজ বেগম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ছাড় দেয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিএম কাদেরের পক্ষে প্রচার-প্রচারণা চালান। এতে জিএম কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচার-প্রচারণার ব্যয় হিসেবে কয়েক লক্ষ টাকা বরাদ্দ দেন। গত ৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন আক্তার মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা, সংগঠক সাদিয়া, পিংকীকে নিয়ে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের কাছে জিএম কাদেরের কাছ থেকে পাওয়া টাকার মধ্যে ৫০ হাজার টাকা দাবি করেন।

দাবিকৃত টাকা না দেওয়ায় তারা মহানগর আওয়ামী লীগের নেতাদের গালি-গালাজ করে মারমুখী হন। এ ঘটনায় ৯ জানুয়ারি মহানগর আওয়ামী লীগ ওই চার নেত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে। এরপর গত ১০ জানুয়ারি ওই চার নেত্রী বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে মহানগর মহিলা আওয়ামী লীগের ব্যানারে একটি আলোচনা সভা করে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বক্তব্য দেন।

এ সময় মহিলা আওয়ামী লীগের নাম ব্যবহার করে বহিরাগতদের নিয়ে আন্দোলনের নামে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলনে ওই চার নেত্রীর শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রংপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা হোসেন, রুপালি আক্তার, মাজেদা বেগম, মরিয়ম আক্তার, কোষাধ্যক্ষ নাজনীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, সদস্য নাজনীন রহমান, সদস্য মেধাসহ ৩৩টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকরা।

এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন আক্তার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
কিডনি সুস্থ রাখতে কোন কোন তেল খাবেন, জানুন প্রতিদিন কতটুকু তেল খাবেন
গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত
ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে যে নিয়মে আম খেলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা