নৌকার পক্ষে কাজ করায় কলেজছাত্রকে নির্যাতন, ২ মোটরসাইকেল ছিনতাই

নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট করায় কলেজ ছাত্রকে পিটিয়ে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্বতন্ত্র ট্রাক প্রতীকের কর্মীদের বিরুদ্ধে।
শনিবার দুপুরে কুষ্টিয়া-৪ আসনের খোকসা উপজেলা সদরের মাইক্রো ষ্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রের অনিক (১৯)। সে মির্জাপুর গ্রামের প্রবাসী তোফাজ্জেল শেখের ছেলে। আহত ছাত্র খোকসা সরকারী কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন। ওই ছাত্র ও তার বন্ধুরা সুবর্ণা সিনেমা হল মার্কেটের একটি গ্যারেজে মোরসাইকেল মেরামতের কাজ করাতে এসেছিল। এ সময় তাদের উপর এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র ও নৌকার সমর্থক অনিক জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নিজ এলাকা মিজ্জাপুরে নির্বাচন করেছেন। প্রথম থেকে পৌর এলাকার ট্রাক প্রতীকের কয়েকজন নেতা তাকে ট্রাক প্রতীকের হয়ে কাজ করার জন্য বলেন। কিন্তু কলেজ ছাত্র সে আদেশ উপেক্ষা করে নৌকা প্রতীকের কর্মী হয়ে কাজ করেন। এ ঘটনার সূত্র ধরে তার উপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীরা তার আরওয়ান ফাইভ ও তার বন্ধু রিয়ানের এ্যাপাসি কোম্পানীর ফোর বি ব্যান্ডের দুটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রী রমজান আলী জানান, যাদের উপর হামলা হয়েছে তারা তিনটি মোটরসাইকেল নিয়ে গ্যারেজে আসেন। হামলাকারীরা একটি মোটর সাইকেল মালিকের উপর হামলা করে। এক পর্যায়ে লোকজন জড়ো হলে হামলাকারীরা দুটি মোটর সাইকেল নিয়ে যায়।
আহত কলেজ ছাত্র অনিকের মা লিপি খাতুন জানান, তার ছেলের উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করবেন। তিনি হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদ জানান, ইতোমধ্যেই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীদের বিরুদ্ধে থানায় কেউ এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ জমা দেয়নি।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন