লক্ষ্মীপুরে ফ্রি সুন্নতে খৎনার আয়োজন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৪, ২৩:৩৯| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২৩:৪১
অ- অ+

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় স্মার্ট একাডেমির উদ্যোগে চারদিন ব্যাপী ফ্রি সুন্নতে খাৎনার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় থেকে রবিবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার নরিমপুরে স্মার্ট একাডেমির প্রাঙ্গণে ফ্রি সুন্নতে খৎনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্মার্ট একাডেমির অধ্যক্ষ ড. জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, এবং তুরস্ক থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকগণ।

এছাড়াও সার্বিক নিরাপত্তা বিষয়ে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী ও রামগঞ্জ মডেল কলেজের বিএনসিসির সদস্য।

স্বল্প সময়ে বিনা রক্তপাতে সুশৃঙ্খলভাবে নিজেদের সন্তানদের সুন্নতে খৎনা সম্পন্ন করতে পারায় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সুবিধাভোগী ব্যক্তিবর্গ।

স্মার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, তুরস্ক থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা আধুনিক পদ্ধতিতে সম্পূর্ণ বিনা রক্তপাত ও ব্যথামুক্তভাবে রামগঞ্জ উপজেলায় শিশু ছেলেদের ফ্রি সুন্নতে খৎনার আয়োজন করেছি আমরা। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে এসে সুন্নতে খৎনার করানোর অনুরোধ রইল। এ সময় জনকল্যাণমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. জাকির হোসেন বলেন, ৪ বছর ধরে আমরা এই সুন্নতে খৎনার আয়োজন করে আসছি, প্রতিবছর ২৫০০ শিশুকে এই সেবা প্রদান করছি। আমাদের এই কার্যক্রমে স্মার্ট ফাউন্ডেশনের সঙ্গে সার্বিক সহযোগিতা করেন আইএফএ (তুরস্ক), সাদাকা সিঙ্গাপুর, আল মদিনা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড। ধারাবাহিক এই সেবা চলমান থাকবে বলে আশ্বাস দেন তিনি।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
কিডনি সুস্থ রাখতে কোন কোন তেল খাবেন, জানুন প্রতিদিন কতটুকু তেল খাবেন
গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত
ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে যে নিয়মে আম খেলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা