ভালুকায় সাবেক এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনুর সংবাদ সম্মেলন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০২
অ- অ+

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ (ট্রাক প্রতীক) বিজয়ী হওয়ার পর তার কর্মীরা নৌকার প্রার্থীর সমর্থকদের বিভিন্ন অফিস ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজিম উদ্দীন আহম্মেদ ধনু। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাসহ নৌকার কর্মী সমর্থকদের ওপর হামলা-মারধর ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করারর অভিযোগ করেছেন তিনি।

শনিবার সকালে নৌকার নির্বাচন পরিচালনা অফিসে এ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজিম উদ্দীন আহম্মেদ ধনু এসব অভিযোগ করেন।

এ সময় নির্বাচনে জয়ের পর প্রার্থী আব্দুল ওয়াহেদের কর্মীরা নৌকার পক্ষে নির্বাচন করা কর্মী সমর্থকদের বিভিন্ন হামলার ঘটনা তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা পারভেজ খোকন, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন, মল্লিকবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা