বুটেক্সের বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বর্ধিতকরণে স্মারকলিপি

বুটেক্স প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৫:৪০
অ- অ+

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়-এর তিনটি আবাসিক হল জি এম এ জি ওসমানী হল, সৈয়দ নজরুল ইসলাম হল ও শেখ হাসিনা হলে ওয়াইফাই ও ডাবল ফেজের বিদ্যুৎ সংযোগ সুবিধা নেই। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বুটেক্স সাংবাদিক সমিতি হল প্রভোস্ট বরাবর স্মারকলিপি প্রদান করে।

বুটেক্স প্রতিষ্ঠার একযুগ পেরুলেও আবাসিক হলে এখন পর্যন্ত ওয়াইফাই সংযোগ দেওয়া হয়নি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে হলে ওয়াইফাই ব্যবস্থা না থাকা সত্যি বিস্ময়কর। এতে শিক্ষার্থীরা নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। হলে ওয়াইফাই না থাকায় শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। অনেক সময় দেশের নানা পরিস্থিতিতে অনলাইনে ক্লাস হয়। অনেকের পক্ষেই ইন্টারনেট কিনে অনলাইনে ক্লাস করা কষ্টকর। হলে আরও এক সমস্যার অন্যতম লোডশেডিং। গ্রীষ্মকালে এই লোডশেডিং এর হার অধিক পরিমাণে বেড়ে যায়। এই লোডশেডিং মোকাবিলায় হলে নেই কোনো বিদ্যুতের বিকল্প ব্যবস্থা। অনেক সময় পরীক্ষার আগেও হলে বিদ্যুৎ থাকে না। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার মারাত্মক ক্ষতি হয়।

এমতাবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে নেওয়ার জন্য স্মারকলিপিতে দুটি দাবি উত্থাপন করা হয়, সম্পূর্ণ হলে ওয়াইফাইয়ের ব্যবস্থা করা ও সম্পূর্ণ হলে বিদ্যুতের একাধিক সংযোগের ব্যবস্থাগ্রহণ করা।

স্মারকলিপি প্রদানকালে হল প্রভোস্ট ড. মো. সাঈদুজ্জামান খুব দ্রুত ইন্টারনেট সেবার বিষয়টি সমাধান করার আশ্বাস দেন এবং চলতি সপ্তাহেই কাজ শুরু করার কথা বলেন। এছাড়া দুই ফেজের বৈদ্যুতিক সংযোগ এর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তিনি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে অবগত আছেন এবং চেষ্টা করছেন বিষয়টি সমাধান করার।

এ সময় সাংবাদিক সমিতির সভাপতি ফরমান হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে ওয়াইফাই সুবিধা সাধারণ শিক্ষার্থীদের মৌলিক অধিকার। এর আগে উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন বাধার কারণে তা সম্ভব হয়নি। আমরা আশা করবো হল প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। বিদ্যুতের দুই ফেজের সুবিধা আগে থাকলেও বেশ কয়েকবছর ধরে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। এসব সমস্যা নিরসনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ আশা করছি।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে লোডশেডিং হওয়া ও ইন্টারনেট সুবিধা না থাকাটা খুবই দু:খজনক। সবচেয়ে বড় ব্যাপার হল সরকার সব বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে, অথচ বুটেক্সের হল ও শিক্ষক কোয়ার্টার গুলোতে এই সুবিধা পৌঁছায়নি। এরই প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের পক্ষ থেকে বুটেক্স সাংবাদিক সমিতি হল প্রভোস্টদের কাছে স্মারকলিপি দেয়।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা