কলম্বিয়ার হাইওয়েতে ভূমিধসে নিহত বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:৩৩| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৬:৪৮
অ- অ+

ভারী বর্ষণে কলম্বিয়ার উত্তর-পশ্চিমের চোকো অঞ্চলে কারমেন ডি আত্রাতো শহরে একটি মহাসড়কে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৭ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপির।

শুক্রবার ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ভারী বর্ষণের পর মেডেলিন এবং কুইবডো নগরীর একটি সংযোগ সড়কে এই ভূমিধসের ঘটনা ঘটে। এর আগে কর্মকর্তারা সেখানে ভূমিধসে মৃতের সংখ্যা ২৩ বলে জানিয়েছিল।

অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন বলেছেন, অনেক মানুষ মাটির নিচে আটকা পড়েছে। তাদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলোকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিও ফুটেজে পাহাড়ের কিছু অংশ রাস্তায় থাকা বিভিন্ন গাড়ির ওপর ধসে পড়তে দেখা যায়। সেখানে লোকজনকে চিৎকার করতেও দেখা যাচ্ছে।

চকোর সরকারি কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, শুক্রবার কয়েকটি ভূমিধসে মেডেলিন ও কুইবেকের সংযোগ সড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ এক্স-এ লিখেছেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা