সুনামগঞ্জে ৬ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
| আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৪ | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে আগুনে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে ৪০ লাখ টাকার বেশি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, দোকানঘরে থাকা লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নে ঘুঙ্গিয়ারগাঁও বাজারে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, আগুনে ৬টি ঘর পুড়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেওয়া সত্ত্বেও তাদের কাউকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি।

তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দাবি আগুন নেভানোর জন্য কোনো যন্ত্রপাতি না থাকায় তাদের পক্ষে কাজ করা সম্ভব হয়নি।

ঘুঙ্গিয়ারগাঁও বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ভোর ৪টার সময় লাকড়ির চুলা থেকে আগুন লেগেছে। আগুনে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের শ্যামল চন্দ্র দাসের জনতা স্টুডিও, মোক্তারপুর গ্রামের দিলু সরকারের মিষ্টির কারখানা, মোক্তারপুর গ্রামের পিযুষ তালুকদারের মিষ্টির কারখানা, ডুমরা গ্রামের প্রমোদ রঞ্জন দাসের মিষ্টির কারখানা, যাত্রাপুর গ্রামের সঞ্চয় দাসের কসমেটিক ও ভ্যারাইটিস স্টোরের দোকান, ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হরিপদ দাসের মিষ্টির কারখানা পুড়ে যায়। এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

দিলু সরকারসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে সব পুড়ে ছাই হয়ে গেল, চোখের সামনে কিছুই করতে পারলাম না। আমরা এখন পথে বসে গেলাম। ফায়ার সার্ভিস স্টেশন থাকার পরও আগুন নেভানোর কাজ করেনি, তারা যদি এগিয়ে আসত তাহলে আমাদের এত বড় ক্ষতি হতো না।

শাল্লা ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা স্টেশন ইনচার্জ জয়ন্ত সিংহ জানিয়েছেন, গাড়ি ঢুকানোর জন্য কোনো রাস্তা নেই, সেজন্য কোনো যন্ত্রপাতিও নেই। আমাদের মর্মাহত হওয়া ছাড়া আর কিছুই করার নেই। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলতে পারেননি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমাদের পুলিশের ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবাইকে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/১৬জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :