সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাকিবকে অভিনন্দন জানালো ডিএসই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এক শুভেচ্ছা বার্তায় ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
অভিনন্দন বার্তায় আরও বলা হয়, আমরা সামনের দিনগুলোতে আপনার সঙ্গে কাজ করতে চাই এবং আমাদের পুঁজিবাজারকে স্মার্ট ক্যাপিটাল মার্কেটে রূপান্তর করার জন্য আপনার বিচক্ষণ দিকনির্দেশনা এবং সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। আমরা আপনার সাফল্য কামনা করি এবং আপনার সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে বিপুল ভোটে জিতে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার এক লাখ ৮৫ হাজার ৩৮৮টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন (ডাব প্রতীক) পাঁচ হাজার ৯৭৩ ভোট পান।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/ইএস)

মন্তব্য করুন