মিল মালিকরা বেশি দামে চাল বিক্রি করলে মেসেজ দেবেন: ব্যবসায়ীদের বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৪, ১৫:০৩| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৫:০৯
অ- অ+

মিল মালিকরা যেন বেশি দামে চাল বিক্রি করে ব্যবসায়ীদের জিম্মি করতে না পারে সেজন্য মুঠোফোনে মেসেজ দিয়ে বিষয়টি তৎক্ষণাৎ জানাতে বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত মোহাম্মদপুর সরকারি কৃষিপণ্যের পাইকারি বাজার ব্যবসায়ী সমিতির সভাকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যার কাছ থেকে যে পণ্য কেনেন তা কত তারিখে কী পরিমাণ কিনলেন এই কাগজটা রাখবেন। কাগজ আপনাদের কাছে থাকলে ভোক্তা অধিকার জরিমানা করবে না। পাশাপাশি কাগজের সূত্র ধরে কোন মিল থেকে কীভাবে দাম বাড়ানো হয়েছে তা বের করব। কারণ যারা মূল মজুতদার তারা সুযোগসন্ধানী। তারা ব্যবসায়ীর নামে কলঙ্ক।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন তো ডিজিটাল যুগ। যখনই শুনবেন মিল মালিকরা দাম বাড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দেবেন। তাহলে সঙ্গে সঙ্গে আমরাও ব্যবস্থা নেব।’

যে কর্পোরেট কোম্পানিগুলো চাল নিয়ে কারসাজি করে তাদের তথ্যও মেসেজে জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, ‘প্রকাশ্যে না হলেও মেসেজে আমাকে করপোরেট প্রতিষ্ঠানের নাম জানাবেন। প্রকাশ্যে বললে হয়তো চাল দেবে না। আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনারা মেসেজ দিলে তাদের ডাকা হবে। তাদের সুযোগ দেওয়া হবে। তারা যদি ভালো না হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’

বৈঠকে ব্যবসায়ীরা বলেন, হঠাৎ নির্বাচনের দুইদিন আগে শুনলাম বাজারে দাম বেড়ে যাবে। নির্বাচনের দুই দিন পরে কেজিপ্রতি কয়েক টাকা বেড়ে গেছে। নির্বাচনের অজুহাত দেখিয়ে দাম বাড়ানো হয়েছে।

তারা বলেন, ‘করপোরেট কেম্পানিগুলো বেশি চাল কিনে মজুত করে রাখে। কিন্তু আমরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করি না।’

বৈঠকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহসহ মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/টিএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা