প্রাইম ব্যাংক ও আবেদিন ইকুইপমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৪, ১৬:৩৩
অ- অ+

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের ডিলারদের, বিশেষ করে অ্যাগ্রো মেশিনারিজ ডিলারদের ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন মেটাতে আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের ডিলাররা ১ (এক) কোটি টাকা পর্যন্ত মর্টগেজ ফ্রি ওভারড্রাফট লোন সুবিধা পাবেন।

উল্লেখ্য, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের ডিলাররা তাদের সরবরাহকৃত পণ্যের বৈধ চালানের বিপরীতে ঝামেলামুক্ত এই ক্রেডিট সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসার গতি ত্বরান্বিত করতে পারবেন। প্রাইম ব্যাংক এবং আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই চুক্তি আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের সাপ্লাইকারীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী এহসানুল আবেদীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা