বাংলাদেশ কৃষি ব্যাংকের টাঙ্গাইল অঞ্চলের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৪, ১৬:৫০
অ- অ+

বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইলের (উত্তর ও দক্ষিণ) শাখা ব্যবস্থাপক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ব্যুরো বাংলাদেশ অডিটরিয়াম মধুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

শাখা ব্যবস্থাপক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান।

প্রধান অতিথির বক্তব্যে শওকত আলী খান ২০২৩-২০২৪ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে পরবর্তী করণীয় বিষয়ক নির্দেশনা প্রদান করেন।

মুখ্য আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইলের (উ.) মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আ. ন. ম. বজলুল করিমের সভাপতিত্বে ব্যাংকের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহা. খালেদুজ্জামান, ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, ভিজিল্যান্স স্কোয়াড বিভাগের উপমহাব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন এবং মুখ্য আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল (দ.) এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা