ফারুক খানের সঙ্গে রাজ্জাক খান রাজের শুভেচ্ছা বিনিময়

চুয়াডাঙ্গা-১ আসনের জনপ্রিয় নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ সিআইপি সম্প্রতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপির অফিসে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ মতবিনিময় করেন।
এ সময় লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি এম এ রাজ্জাক খান রাজের মাধ্যমে চুয়াডাঙ্গার সকল স্তরের জনগণের প্রতি শুভেচ্ছা ও সালাম জানান।
রাজ্জাক খান রাজকে তিনি বলেন, সংগঠনের জন্য যারা পরিশ্রম করে সংগঠন তাদেরই মূল্যায়ন করে। আপনি যেভাবে দেশের শিল্পাঙ্গন ও রাজনীতি অঙ্গনে ভূমিকা রেখেছেন তা অব্যাহত রাখবেন, আপনারা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার মিশনে কাজ করে যাবেন।
এ সময় আলহাজ্ব এম রাজ্জাক খান রাজ দেশের সকল উন্নয়নের ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ফারুক খান আরও বলেন, যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যখন বাংলাদেশের জিডিপি সিঙ্গাপুর, মালয়েশিয়ার উপরে, যখন বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি দেশ এভাবে এগিয়ে যায় তাহলে ২০৩০ সালের মধ্যে এটি বিশ্বের ২৭তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। আর এটা সম্ভব শুধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন