অভিযানের খবর ফাঁস, পালালেন চাল ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৪, ১৯:০৮| আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৯:৫৬
অ- অ+
অভিযানের আগে ও পরে। ছবি: ঢাকা টাইমস

ভরা মৌসুমেও হঠাৎ দাম বেড়ে অস্থির চালের বাজার। তাই বাজার নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে অভিযান চালাচ্ছে সরকার। চলমান এই অভিযানের অংশ হিসেবে রবিবার দুপুরে রাজধানীর অন্যতম চালের আড়ত মোহাম্মদপুর কৃষি মার্কেটে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব শ্রাবস্তী রায়ের নেতৃত্বে অভিযান চালায় একটি তদারকি দল। কিন্তু অভিযানের খবর পেয়েই দোকান ছেড়ে পালিয়ে গেলেন ব্যবসায়ীরা। পরে অভিযান শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই দোকানে ফিরে স্বাভাবিক ব্যবসা চালিয়ে যান তারা। এদিকে পালানো ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করেছে তদরকি দল। তারা জানিয়েছে, যারা তথ্য দিয়ে সহযোগিতা না করে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মডার্ন রাইস এজেন্সিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে খাদ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি টিম-২-এর প্রধান শ্রাবস্তী রায় গণমাধ্যমকে বলেন, 'প্রাথমিকভাবে চালের আড়তগুলো দুই থেকে তিন ঘণ্টা সময় নিয়ে আমাদের পুরো পরিস্থিতি বুঝতে হয় এবং স্টক মিলিয়ে দেখতে হয়। কিন্তু আজ আমাদের সঙ্গে তারা তেমনভাবে সহযোগিতা করেননি।'

শ্রাবস্তী রায় আরও বলেন, 'আজ আমরা ব্যবসায়ীদের কাউকেই পাইনি। কাজেই এই মুহূর্তে আমরা এই কাজটি (তদারকি) করছি না। তবে আমরা তাদের নামগুলো নিয়ে যাচ্ছি। আমাদের পর্যায় থেকে তাদের নোটিফিকেশন করে ব্যবস্থা নেবো।'

মোহাম্মদপুর কৃষি মার্কেটে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব শ্রাবস্তী রায়ের নেতৃত্বে অভিযান চালায় একটি তদারকি দল

অভিযানে ফুড গ্রেইড লাইসেন্সসহ ট্রেড লাইসেন্স দেখতে চাওয়া হয়। এর মধ্যে একজনের কাছে ফুড গ্রেইড লাইসেন্স পাওয়া যায়নি এবং আরেকজনের লাইসেন্স থাকলেও রিনিউ করা হয়নি। তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়। এছাড়া মিল থেকে সর্বশেষ কবে চাল কেনা হয় এবং কত টন চাল রয়েছে সে-সম্পর্কে জানতে চাওয়া হয়। এর মধ্যে যারা নিয়ম মেনে ব্যবসা করছেন না তাদের নোটিশ করা হবে বলেও জানান তদারকি দলের প্রধান শ্রাবস্তী রায়।

শ্রাবস্তী রায় বলেন, 'এখানে অনেক দোকানদারদের পাইনি। যারা আছেন তাদের কারও লাইসেন্স আছে কিন্তু রিনিউ করা নেই। আবার কেউ করেননি। যারা নিয়ম মানছেন না তাদের নোটিশ দেওয়া হবে। যাদের প্রয়োজনীয় কাগজপত্র পাইনি এবং যাদের পেয়েছি তাদের তথ্যগুলো আবার ভ্যারিফাই করবো।'

তিনি বলেন, 'ব্যবসা করার ক্ষেত্রে যে নিয়মগুলো মানা দরকার এবং দাম সহনশীল রাখতে যা আরোপ করা দরকার তা করা হবে। আশা করছি তারা নিয়মকানুন মেনে ব্যবসা করবেন এবং চালের দাম কমাবেন।'

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/টিএ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা