গরুর মাংস কম দামে বিক্রি করায় গুলি করে হত্যার হুমকি

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৪, ২৩:৪৯
অ- অ+

রাজধানীর অন্যান্য বাজারের তুলনায় কম দামে মাংস বিক্রি করায় হত্যার হুমকির মুখে পড়েছেন শাহজাহানপুরের গরুর মাংস ব্যবসায়ী খলিল। ঘটনায় শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই ব্যবসায়ী। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

খলিল বলেন, দুটি নম্বর থেকে আমার কাছে ফোন আসে। তারা বলছে, ‘তোর ছেলের জন্য ছয় বুলেট, তোর জন্য ছয়টা রেখেছি। কথা না শুনলে বাবা-ছেলেকে মেরে ফেলব।ভয়ে আমি শাহজাহানপুর থানায় জিডি করেছি। তিনি বলেন, কম দামে মাংস বিক্রি করে আমি কী অপরাধ করলাম? একা বের হতে পারছি না। পরিবারের সবাই ভয়ে আছে।

ওসি হাফিজুর রহমান বলেন, মাংস ব্যবসায়ী খলিলকে কে বাবা কারা প্রাণনাশের হুমকি দিয়েছেন। ঘটনায় তিনি নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। ঘটনায় পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গরু মাংসের দাম যখন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তখন মাত্র ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে আলোচনায় আসেন শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল। গত দুই মাস ধরে তিনি বাজারের সবচেয়ে কম দামে মাংস বিক্রি করছেন।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা