বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫
অ- অ+

বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহিদ হাসান (২২) নামে এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী সাজ্জাদ হোসেন (২০)। তিনি নিহত জাহিদের চাচাতো ভাই।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাজিন্দা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে এবং পেশায় একজন ট্রাকচালক। সাজ্জাদ একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পেশায় ট্রাকচালকের সহকারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহিদ সকালে তার চাচাতো ভাই সাজ্জাদকে সঙ্গে মোটরসাইকেল যোগে দুপচাঁচিয়া যাওয়ার সময় তিষীগাড়ী এলাকায় নওগাঁগামী যাত্রীবাহী বাস সামনে থেকে তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক জাহিদ ও সাজ্জাদ গুরুতর আহত হন। ঘটনার পরপরই বাসটি দ্রুত চলে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় সাজ্জাদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি /প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরার বাড়িতে থাকতে পারবেন তুরিনের মা, আপিল বিভাগের আদেশ
বিদেশে নির্মিত সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
‘মেট গালা’য় প্রথম ভারতীয় পুরুষ হিসেবে শাহরুখের ইতিহাস
প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা