দক্ষ কর্মী হওয়ার সুযোগকে সর্বজনীন করেছেন প্রধানমন্ত্রী:পলক

অর্ধেক শক্তি নয়, সম্পূর্ণ শক্তিতে এগিয়ে গেলে সফলতা আসে। সেজন্য শি পাওয়ারের পর খুশী হয়ে ‘হার পাওয়ার’নাম দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রকল্প অনুমোদন করেছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার নাটোরের সিংড়ার শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার চত্বরে প্রশিক্ষণার্থীদের হাতে এই ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে পলক বলেন, শেখ হাসিনা নারীদেরকে প্রযুক্তি শক্তির সঙ্গে সম্মিলন ঘটিয়ে ৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে চান। তিনি দক্ষ কর্মী হওয়ার সুযোগকে সর্বজনীন করেছেন। বিকেন্দ্রীকরণের মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থান গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিচ্ছেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণার্থীরা যদি উদ্যোক্তা হতে চায় তবে তাদের জন্য স্টার্ট-আপ বাংলাদেশের পক্ষ থেকে ৫০ লাখ থেকে ৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এ জন্য তাদেরকে যোগ্যতা অর্জনের আহ্বান জানান তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘হার পাওয়া‘ প্রকল্পের প্রকল্প পরিচালক রায়হানা ইসলাম, নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ওয়ালীউল হাসান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করা সংগঠন বিএফডিএস এর জেনারেল সেক্রেটারি মাহফুজ রহমান ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠানে ল্যাপটপ প্রাপ্তদের উদ্দেশ্যে পলক বলেন, এই বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ আপনাদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ উপহার।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, বৈষম্যমুক্ত ও সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে একটি দেশ ও জাতি এগিয়ে যায়। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরিতে ৬০ শতাংশ নারী কোটা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামাজিক বিপ্লব এনেছেন। এতে যৌতুকের প্রবণতা কমেছে। যদি আমরা নারী-পুরুষ একসঙ্গে কাজ করি তবে দেশ এগিয়ে যাবে।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি /প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন