র‍্যাবের অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৪, ১৫:৪৪

রাজধানীর মুগদা ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ৫ লক্ষাধিক টাকা সমমূল্যের জালনোটসহ দুইজন জাল টাকা সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর উপপরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম জানান, বুধবার সকালে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল রাজধানী ঢাকার মুগদা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে দুই লাখ দশ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের একজনকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি পঞ্চগড়ের মো. আব্দুল কাদেরের ছেলে মো. ওসমান গনি (২০)।

র‍্যাবের অভিযানে তার কাছ থেকে ১ হাজার টাকা সমমূল্যের ২০০টি, ৫০০ টাকা সমমূল্যের ১২টি, ২০০ টাকা সমমূল্যের ১০টি এবং ২০ টাকা সমমূল্যের ১০০টি সর্বমোট ২ লাখ ১০ হাজার টাকা সমমূল্যের জাল নোট, ১৮টি মানিব্যাগ ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এদিকে একই দিন বিকালে র‌্যাব-১০ অপর এক অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুড়া এলাকায়।

সেই অভিযানে ৩ লাখ ১ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের আরেকজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির হলেন গাজিপুরের আমীর হোসেনের ছেলে মো. মোফাজ্জল হোসেন ওরফে অপু (২৩)।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অধিক লাভের আশায় এই জাল টাকা সংগ্রহ করে গরুর হাটসহ বিভিন্ন বাজার এবং জনসাধারণের নিকট সরবরাহ করে আসছিল।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এইচএম/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :