সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০৭
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় ব্যাটারিচালিত অটোরকিশা চালকের সঙ্গে তর্কের জেরে স্থানীয় এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে৷

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার প্রভাকরদী মাঝেরচর স্ট্যান্ডের সামনে এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে৷

নিহত নজরুল ইসলাম ভূঁইয়া (৪০) উপজেলার নোয়াগা ইউপির চরনোয়াগাও গ্রামের সুবেদ আলী ভূঁইয়ার ছেলে৷ তিনি নোয়গাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন৷

নিহতের উকিল শ্বশুর ও নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম বলেন, নজরুল ইসলাম রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার দিকে যাচ্ছিলেন৷ পথে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের সাথে তার তর্ক হয়৷ তর্কের জেরে লাইনম্যান ও স্থানীয় অন্য রিকশাচালকরা মিলে নজরুলকে পিটিয়ে গুরুতর জখম করে৷ স্থানীয় লোকজন তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ আমরা খবর পেয়েছি বিকেল ৫ টায়৷ পরে গিয়ে হাসপাতালে তাঁর মরদেহ পাই বলেন সামসুল৷

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পুলিশ মরদেহ পায়৷ নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷ আইনানুগ কার্যক্রম শেষে মরদেহটি সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়৷

তবে এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি৷

থানার ওসি মো. কামরুজ্জামানের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি৷

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা