গাইবান্ধায় প্রাইভেটকার চাপায় দুই মাছ ব্যবসায়ী নিহত

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ২০:২০| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২২:২৩
অ- অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেটকার চাপায় হরেন দাস (৪৫) ও প্রতাপ দাস (৩০) নামে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-নাকাইহাট সড়কের ধর্মপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হরেন দাস ধর্মপুর এলাকার নরেন দাসের ছেলে ও প্রতাপ একই এলাকার মহেন্দ্র চন্দ্রের ছেলে। তারা দুজনেই মাছের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, উপজেলার নাকাইহাট এলাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার ধর্মপুর মাছের বাজারে ঢুকে অন্তত ছয়জনকে চাপা দিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় প্রতাপ ও হরেন নামে দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাটি বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক প্রাইভেটকারটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা