ইজতেমায় দুপক্ষের প্রতিশ্রুতি, বিশৃঙ্খলা হবে না: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. মাহবুব আলম বলেছেন, ইজতেমায় কোনো বিশৃঙ্খলা হবে না। এ নিয়ে মাওলানা যোবায়ের ও মাওলানা সা’দ পক্ষের সঙ্গে আমরা একাধিকবার কথা বলেছি। তারা আশ্বস্ত করেছেন, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেন না। ময়দানে পর্যাপ্ত পুলিশ সদস্য থাকছে। সেই সঙ্গে ইজতেমা ময়দান ও তার আশপাশের এলাকায় হকার ও ফুটপাতে কোনো অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না।
রবিবার টঙ্গীর বাটাগেট এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে ইজতেমার দুই পক্ষকে নিয়ে ময়দান পরিদর্শন ও আইনশৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।
সভা শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম সাংবাদিকদের বলেন, ইজতেমা সফল করতে পুলিশের পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগ কাজ করছে। মাঠের নিরাপত্তায় পোশাকি পুলিশের পাশাপাশি র্যাব, সিআইডি ও বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরা থাকছেন।
এর আগে সকাল ১০টার দিকে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ইজতেমা ময়দান পরিদর্শন করেন।
যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন বলেন, আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। এবার ময়দানের কিছু অংশে সামিয়ানা টানানো হয়নি। পুরাতন চট নষ্ট হয়ে গিয়েছে। নিজ নিজ সামিয়ানা নিয়ে দুয়েকদিনের ভেতরেই সাথীরা ময়দানে আসা শুরু করবেন।
ভারতের মাওলানা সা’দপন্থী ইজতেমা মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ রবিবার সকাল ৯টায় ইজতেমা ময়দানে এসেছি। যোবায়ের অনুসারীরাও এসেছেন। প্রথম ধাপের ইজতেমা শেষে দ্বিতীয় ধাপের জন্য জেলা প্রশাসক ময়দান বুঝে নিয়ে আমাদের বুঝিয়ে দেবেন। উল্লেখ্য, ২ থেকে ৪ ফ্রেব্রুয়ারি প্রথম ধাপ। মাঝে চারদিন বিরতি দিয়ে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ৫৭তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন