তেল-চিনি-খেজুর-চালে শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
| আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ২০:৪৫ | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ১৭:০৫

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের শুল্কহার কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি রমজানে যেন এসব পণ্যের সরবরাহ ঠিক থাকে তারও নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এমন নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন রমজানে যাতে এসব পণ্যের সরবরাহ কম না হয়। পাশাপাশি তেল-চিনি-খেজুর-চালের শুল্কহার কমানোর নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, দ্রব্যমূল্য কমাতে মন্ত্রীরা কে কী কাজ করছেন তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

রোজা সামনে রেখে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে ভোজ্যতেল, চিনি ও খেজুরের আমদানি শুল্ক কমানোর সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো হয়। এর আগের দিন অর্থ মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য নিয়ে পাঁচ মন্ত্রণালয়ের যৌথ বৈঠক হয়। এর মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশ এলো।

রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে গত ৬ মাসে ১ লাখ ৩৯ হাজার ২২৭ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এছাড়া খেজুর আমদানি হয়েছে ৪৪ হাজার ৬৩৪ মেট্রিক টন।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিশ্বে প্রতিযোগিতা করার মতো শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ঈদুল আজহার সরকারি ছুটি কতদিন মিলবে

ঢাকার বাতাসে উচ্চমাত্রায় ক্যানসারের উপাদান

দলের ওপর নির্ভর করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নয়: পরিবেশমন্ত্রী

আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল 

যুগোপযোগী ও কর্মদক্ষ যুবসমাজ স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত: স্থানীয় সরকার মন্ত্রী

কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণে ফসল উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে: সিমিন হোসেন

রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি: রেলমন্ত্রী 

দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর

১০ জুন থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন

এই বিভাগের সব খবর

শিরোনাম :