আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৪০ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার স্কোর দেখা যায় ২৩৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।

এখন শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ২৬৮। এ শহরের বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।

তালিকায় এখন তৃতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা, স্কোর ২২৬; চতুর্থ স্থানে পোল্যান্ডের ক্রাকাও, স্কোর ১৮৩; পঞ্চম চীনের চেংডু, স্কোর ১৭৮; ষষ্ঠ চীনেরই আরেক শহর উহান, স্কোর ১৭৫; সপ্তম ভারতের কলকাতা, স্কোর ১৭২; অষ্টম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৭১; নবম ইতালির মিলানো, স্কোর ১৬২; দশম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, স্কোর ১৬১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :