টিআইয়ের বিষয়ে মন্তব্য করার কোনো অবকাশ নেই: দুদক সচিব

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ১৭:০৭
অ- অ+

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সিপিআই (দুর্নীতি ধারণাসূচক) প্রণয়নে কী কী প্রক্রিয়ায় কার্যক্রম সম্পন্ন করেছে সেগুলো সম্পর্কে প্রতিবেদনে সুস্পষ্টভাবে কোনো কিছুর উল্লেখ নেই। তাই ধারণাসূচকের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মন্তব্য করার কোনো অবকাশ নেই এবং দুর্নীতির সূচক নিয়ে টিআইয়ের সবকিছুই ধোঁয়াশা রয়েছে বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।

টিআইয়ের প্রতিবেদনের বিষয়ে বুধবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দুদক সচিব। দুদক সচিব বলেন, টিআইয়ের প্রতিবেদনে সুস্পষ্টভাবে দুর্নীতির কোনো তথ্য উল্লেখ নেই। কারণ, দুদকের কাছ থেকে কোনো তথ্য না নিয়েই প্রতিবেদনটি করা হয়েছে।

দুদক সচিব বলেন বাংলাদেশের ক্ষেত্রে ২০২৩ সালের সিপিআই নির্ধারণের জন্য মোট আটটি জরিপ গ্লোবাল ইনসাইট কান্ট্রি রিস্ক রেটিংস, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম এক্সিকিউটিভ ওপিনিয়ন সার্ভে, পলিটিক্যাল রিস্ক সার্ভিসেস ইন্টারন্যাশনাল কান্ট্রি রিস্ক গাইড, বার্টেলসম্যান ফাউন্ডেশন ট্রান্সফরমেশন ইনডেক্স, কোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কান্ট্রি রেটিংস, ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অব ইনডেক্স, ভ্যারাইটিজ অব ডেমোক্র্যাসি প্রজেক্ট এবং বিশ্বব্যাংকের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট নির্ধারিত হয়েছে।

টিআইয়ের করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) তৈরির ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলোর আলোকে আটটি প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত জরিপের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতির ধারণাসূচক প্রণয়ন করা হয়েছে। তারা কোন কোন বিষয়ের উপরে কী কী প্রক্রিয়ায় মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেছে, সেগুলো সম্পর্কে প্রতিবেদনে সুস্পষ্টভাবে কোনো কিছুর উল্লেখ নেই। সুতরাং উক্ত প্রেক্ষাপটে টিআইয়ের ধারণাসূচকের বিষয়ে দুদকের পক্ষে মন্তব্য করার কোনো অবকাশ নেই।

এর আগে নতুন সরকারের প্রথম দিন বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত দাবি করে টিআইয়ের দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। গত বছরের তুলনায় দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২৪ পয়েন্ট নিয়ে ১৮০টি দেশের মধ্যে এবারের অবস্থান ১০, গত বছর যা ছিল ১২।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এইচএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা